মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক শিবু দাশ। আজ (মঙ্গলবার) সকাল থেকে তাঁর সরাসরি তত্ত্বাবধানে পৌরসভার বিভিন্ন বিল ও কালভার্টের মুখে জমে থাকা প্রতিবন্ধকতা অপসারণের কাজ পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে এসব মুখ বন্ধ থাকায় সামান্য বৃষ্টি হলেই ধানী জমি ও স্থানীয় বসতবাড়িতে পানি জমে সৃষ্টি হতো জলাবদ্ধতা।
এসিল্যান্ড শিবু দাশ স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় ধরে নিজ হাতে কাজের তদারকি করেন এবং পানি চলাচলের পথ উন্মুক্ত করে দেন। এতে এলাকার পানি নিষ্কাশন সহজ হয় এবং বহু বছরের ভোগান্তি থেকে মুক্তি পান কৃষক ও সাধারণ মানুষ।
এই উদ্যোগে যাঁরা শ্রম ও আন্তরিক সহযোগিতা প্রদান করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিবু দাশ। স্থানীয়রা জানান, এ ধরনের কার্যকর পদক্ষেপ এলাকাবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর