মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার দর্শনার্থী ও ভক্তদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর। পুঠিয়া রাজবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে শৌচাগারের অভাব প্রকট থাকায় শিবমন্দির সংলগ্ন তিন রাস্তার মোড়ে একটি আধুনিক টয়লেট নির্মাণ করা হয়েছে।
এছাড়া, চারআনি বাজারের ভেতরে অব্যবহৃত ও পরিত্যক্ত একটি টয়লেটকে পুঠিয়া পৌরসভার উদ্যোগে মেরামত করে পুনরায় ব্যবহার উপযোগী করা হয়েছে। ফলে স্থানীয় জনগণসহ আগত পর্যটক ও ভক্তদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।সোমবার অনুষ্ঠিতব্য “শীবশীলায় পবিত্র গঙ্গা জল অর্পণ (ব্যোম ব্যোম)” উৎসবে আগত হাজারো ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে এই দুটি টয়লেট সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের নির্দেশ দিয়েছেন ইউএনও।#