মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় আজ শনিবার অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। প্রাকৃতিক জলজ সম্পদ রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে উপজেলার বিভিন্ন বিল, খাল ও জলাশয়ে অবৈধভাবে স্থাপন করা চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণ করা হয়। অভিযানের সময় জালে আটকে পড়া দেশীয় মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
সহকারী কমিশনার শিবু দাস জানান, “চায়না দুয়ারী ও কারেন্ট জালের মাধ্যমে নির্বিচারে মাছ ধরার ফলে দেশীয় মাছের প্রজাতি হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে এই জাল পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে জলাবদ্ধতারও কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ ধরনের কার্যক্রম জলজ পরিবেশের জন্য চরম ক্ষতিকর।” অভিযান শেষে জব্দকৃত সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শিবু দাস আরও বলেন, “এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।” উল্লেখ্য, সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন এলাকায় এখনো অবৈধ জাল ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। তবে প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর