আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম.........................................
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে অনশন করছেন এক মুসলিম নারি (২৪)। গত শনিবার (১৭ ডিসেম্বর ) বিকেল থেকে প্রেমিক অসিম কুমার মন্ডল (২২) এর বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। অসিম কুমার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের অমল কুমার মন্ডলের ছেলে। এ ঘটনায় অত্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিলম্বে পাওয়া খবরে জানা গেছে, প্রেমিকা অভিযোগ করে বলেন, গত দুই বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অসিম কুমার আমাকে একাধিক বার ধর্ষণ করে। আমার কাছ থেকে পর্যায়ক্রমে কয়েক লক্ষ টাকা নিয়েছে। সম্প্রতি তাকে বিয়ের কথা বলি। কিন্তু তার পরিবারের চাপে পড়ে এখন সম্পর্ক অস্বীকার করছে। বেশ কয়েকদিন থেকে সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। আর সেকারণেই বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে অনশন শুরু করেছি।
প্রেমিক অসিম কুমারের কাছে জানতে চাইলে সে বলে তার সাথে আমার কোন প্রেমের সম্পর্ক নেই। মেয়েটি আমার বড় বোনের বান্ধবী। অত্র এলাকার চেয়ারম্যান আব্দুস সবুর এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়ে তিনি কিছু জানেন না।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর