প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৫, ২:৪৩ পি.এম
পীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ মালামাল লুট

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট বাজারে জমি- জমা নিয়ে, গত ১২ জুন বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে মারামারি ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে ।এ ঘটনায় পীরগঞ্জ থানায় জাহিদুর রহমান ডলার, আনোয়ারুল সহ ৯ জন ও অজ্ঞাত ২০/২৫ জনের নামে থানায় একটি এজাহার জমা করেন ভুক্তভোগী আব্দুর রশিদ।
সরে জমিনে গিয়ে দেখা যায়, বাজারের পাশে আব্দুর রশিদ এর নির্মাণাধীন বাড়ির সাথে ২৫ শতাংশের এক খন্ড জমিতে বাড়ি বেশ কয়েকটি দোকান ও কিছু অংশ ফাঁকা পরে আছে।
ভুক্তভোগী আব্দুর রশিদ বলেন, জাবর হাট মৌজার ১৫৩ খতিয়ানের ৫৭৫ ও ৫৭৬ দাগে ১ একর ১৩ শতাংশ জমির পৈত্রিক সূত্রে মালিক আমি। সব জমি দির্ঘদিন ধরে ভোগ দখলে আছি । আমার ২৫ শতাংশ জমিতে বাড়িঘর গাছ পালা ও দোকান ছিলো। আমার জমিতে স্থাপনা তৈরী করতে গেলে, স্কুল কমিটির পক্ষ থেকে আমাকে বাধা দেওয়া হয়। আমি কোর্টের শরনাপন্ন হই।কোর্ট আমার পক্ষে রায় দেন। গত বৃহস্পতিবার সকালে হঠাৎ ২০/২৫ জন লোক নিয়ে জাহিদুর রহমান ডলার। আমার জমি দখলের চেষ্টা করে আমার পরিবার বাঁধা দিতে গেলে আমার ছেলে ও স্ত্রী কে ব্যপক মারধর করে ও আমার স্ত্রীর শ্লীলতাহানি করে।এবং জমিতে থাকা গাছ পালা কেটে নেয়, স্থাপনা তৈরির দশ হাজার ইট সিমেন্ট, সব লুটপাট করে নিয়ে যায়। আমি এবিষয়ে পীরগঞ্জ থানায় একটি এজাহার জমা করেছি। আমি এর সুষ্ঠ বিচার চাই।
অপর দিকে,জাহিদুর রহমান ডলার এর সাথে কথা হলে তিনি জানান,আমি জাবর হাট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য, ওই জমি স্কুলের নামে রয়েছে।আব্দুর রশিদ জমিতে স্হাপনা তৈরী করতে আসলে আমরা বাধা দিয়েছি।
বাজারে থাকা সাধারণ মানুষ প্রশাসনের কাছে এই জমি সংক্রান্ত সমস্যা নিরসনের জোর দবি জানান।
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম মুঠোফোনে বলেন,অভিযোগ দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর