প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৪:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২২, ৫:৫৭ পি.এম
পার্বত্য বান্দরবানের বিজিবির অভিযানে দুটি দেশীয় বন্দুক উদ্ধার

# রফিকুল ইসলাম সুমন নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
পার্বত্য বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের মুড়ংঘোনা এলাকায়-১১ বিজিবি এর অভিযানে দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করেছেন। ১৩ মে (শুক্রবার) রাত ৩ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ লেম্বুছড়ি বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন মুড়ংঘোনা এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ঝোপের মধ্য হতে ০২টি দেশীয় তৈরী একনলা বন্দুক মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধার কৃত অবৈধ অস্ত্র সম্পর্কে পার্শাবতী স্থানীয় লোকজন কে জিজ্ঞাসা করা হলে তারা এ ব্যাপারে কোন সঠিক তথ্য দিতে পারেনি। উদ্ধারকৃত বন্দুক দুটি পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় জমা প্রদান করা হয়েছে। ১১বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ হোসেন বলেন সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর