#চাটমোহর উপজেলা(পাবনা) প্রতিনিধিঃ পাবনা জেলার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের শিবাখালী গ্রামের রাস্তার ইট,বালি উঠে যাচ্ছে।রাস্তা ভেঙ্গে যাওয়ায় চলাচলের অযোগ্য হয়ে গেছে ও যাচ্ছে।
রবিবার ( ৮ ডিসেম্বর ২০২৪) ঐ রাস্তাটি সরেজমিন পরিদর্শন করতে গিয়ে দেখা যায় যে,গত ২০২০-২০২১ অর্থ বছরে রাস্তাটির নুরুল ইসলামের বাড়ি থেকে আফছারের বাড়ি পর্যন্ত HBB'র কাজ করা হয়। এতে খরচ দেখানো হয় দুই লক্ষ দুই হাজার ছয়শত চৌত্রিশ টাকা মাত্র। রাস্তার বাকী অংশের অর্থাৎ কবরস্থান-মাদ্রাসা সড়ক পর্যন্ত কোন কাজই করা হয়নি। রাস্তার ঐ অংশে এক হাটু কাঁদা-পানিতে চলাচল করছে এলাকাবাসী। কেন কাজ করা হয়নি বা বিলম্বের কারণ কি তা এলাকাবাসির বোধগম্য নয়।
এলাকাবাসীর বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে অবিলম্বে সম্পূর্ণ রাস্তাটি পাকা বা কার্পেটিং করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর