এস এম এম আকাশ, চাটমোহর পাবনা থেকেঃ পাবনা জেলার চাটমোহর উপজেলা থেকে চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিনজন'কে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী ২০২৫) সকালে তিনজনকে চাটমোহর থানা পুলিশ বিস্ফোরক আইনে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন, চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবুল হায়াত কামাল জুয়েল মির্জা, চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসাইন, হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, আটককৃত আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিয়ে নানা মহলে নানা গুজন আলোচনা-সমালোচনা চলছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মহল থেকে যে, মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র মুলক উদ্দেশ্য কতিপয় ব্যক্তিরা যোগ সাজসে গ্রেপ্তারের ব্যবসা করছেন। অনেক মামলার বাদী অনেক আসামিকে চেনেন না এমনকি সনাক্তও করতে পারেন না। বিষয়গুলো নিয়ে সুনিবিড় ভাবে আদালতের পর্যবেক্ষণ করতে হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর