মোঃ ইকরামুল হক রাজিব, বিশেষ প্রতিনিধিঃ পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ ০৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট -খুলনা মহাসড়ে মানববন্ধনটি শুরু হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে জামায়াতের শত শত নেতা-কর্মীরা পাঁচ দফা দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার,প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে যোগ দেয়।
উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির জননেতা এ্যাডঃ মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মল্লিক,অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক রেজাউল করিম, মাওলানা আবুল কাশেম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, তাজমুল হোসেন, জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা ফেরদাউস আলী,বাগেরহাট পৌর আমির মাওলানা শামীম আহসান সহ বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে উক্ত সনদকে কার্যকর করতে দ্রুত গনভোট সহ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ যে দাবি জানিয়ে আসছে তার দ্রুত বাস্তবায়ন করার জন্য অন্তবর্তী সরকারের প্রতি দাবি জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর