# মুবারোক হোসেন, চট্টগ্রাম প্রতিনিধিঃ পিআর (প্রোপোরশনাল ফরিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের স্বীকৃতি, খুনিদের বিচার, রাষ্ট্র সংস্কারসহ পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরীর ওয়াসা চত্বরে গতকাল ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোঃ জান্নাতুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এদেশে জনগণের ভোটাধিকার বারবার ছিনিয়ে নেওয়া হয়েছে। জাতির মুক্তির একমাত্র পথ হলো পিআর পদ্ধতির নির্বাচন চালু করা। বর্তমান ব্যর্থ শাসনব্যবস্থা থেকে উত্তরণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে, তা জাতির প্রাণের দাবি।” তিনি আরও বলেন, “দেশকে দুর্নীতি, খুন, সন্ত্রাস ও দুঃশাসনের কবল থেকে রক্ষা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করবে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মহানগর সিনিয়র সদস্য আবুল কাশেম মাতাব্বর, চট্টগ্রাম মহানগরের সিনিয়র সদস্য আলহাজ্ব নুরুদ্দিন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট পারভেজ তালুকদার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর শুক্কুর, মোঃ নুরুল আলম, মাওলানা মোসলেউদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, হাজী মোহাম্মদ তরিকুল ইসলাম, মহানগর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম সোহাগ, যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি আল মিজান মোহাম্মদ নোহেল, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর