বিশেষ প্রতিনিধি : ছবি সংযুক্ত রাজশাহীর বাঘায় বিদেশী দু’টি পিস্তল , চারটি ম্যাগজিন ও আট রাউন্ড তাজা গুলিসহ নয়ন খান (২০)নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার ডিগ্রীর চর গ্রামের মামুন মন্ডলের ছেলে । সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার বাঘা পৌরসভার চকাছাতারি গ্রামের জনৈক রাকিব খানের বাসার সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। একটি ভ্যান গাড়ীতে যাত্রী বেশে বিশেষ কায়দায় পিস্তলসহ ম্যাগজিন-গুলি নিয়ে যাচ্ছিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসির দিক নির্দেশনায় সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাঘা-আলাইপুর পাঁকা সড়কের চকাছাতারি গ্রামের জনৈক রাকিব এর বাসার সামনের রাস্তায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালানো হয়। এ সময় আলাইপুর থেকে বাঘাগামী একটি ভ্যান গাড়িতে যাত্রী বেশে আসা কয়েকজনকে তল্লাশী করে নয়ন খানের নিকট থেকে বিদেশী দু’টি পিস্তল , চারটি ম্যাগজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। দুটি ম্যাগজিনে ০৪ রাউন্ড করে মোট ০৮(আট) রাউন্ড তাজা গুলি ছিল। নয়ন খান তার ডান হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতরে আটা,রসুন ও সরিষার তেলের বোতলের সাথে রাখা অপর একটি সাদা পলিথিনের ভেতরে ফ্রিজআপ করা মাংসের মধ্যে রক্ষিত পলিথিন ও কসটেপ দিয়ে মোড়ানো ছিল।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান,জিজ্ঞাসাবাদে সে জানায় বিক্রির উদ্দেশ্য সে পিস্তল , ম্যাগজিন ও গুলিগুলো নিয়ে যাচ্ছিল। ওসি জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। সহকারি পরিদর্শক(এসআই) মোজাম্মেল হক বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর