#পলাশ (নরসিংদী) প্রতিনিধি : "আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই" প্রতিপাদ্যে নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুরে পলাশে এ কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন পলাশ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলম মোল্লা ও বিশেষ অতিথি ঘোড়াশাল মহিলা দলের সভাপতি ও পৌর কাউন্সিলর শাহানাজ পারভীন।
এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাজী জাহিদ, প্রচার সম্পাদক মামুন শাহ পিঙ্কু, সদস্য জাহিদ মিয়া প্রমুখ।
প্রধান অতিথি আলম মোল্লা বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পন। আপনারা বস্তুনিষ্ঠ খবর সব সময় প্রকাশ করে যাবেন। আমরা আপনাদের পাশে থাকবো। আজ যেভাবে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঠিক সেই ভাবে তাদের যে কোন সমস্যা খবরের পাতায় তুলে ধরবেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর