প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৩:৩৩ পি.এম
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিকদের সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দৈনিক আলোকিত নিউজ-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. শামীম হাসান ও দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর ব্যুরোচিফ আহসান হাবীব হিন্দোল।
আজ মঙ্গলবার (৮ জুলাই-২৫) দুপুরে পলাশবাড়ীর আল রোমান হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা (মামলা নম্বর: ১৫, তারিখ: ৮ জুলাই ২০২৫) দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামীম হাসান জানান, নবীন সাংবাদিকদের কাছ থেকে সদস্যপদ দেয়ার প্রতিশ্রুতিতে পাপুল সরকার ১ লক্ষ টাকা আর্থিক সুবিধা গ্রহণ করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী সদস্যপদ না দিয়ে উল্টো আরও টাকা দাবি করেন এবং নবীন সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে পাপুল সরকার আলোচনার নামে ৫ জুলাই প্রেসক্লাবে ডেকে নিয়ে একটি পূর্বপরিকল্পিত ফাঁদ তৈরি করেন। সেখানে গোপনে ভিডিও ধারণ করে সাজানো নাটক তৈরি করে আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। সংবাদ সম্মেলনে দাবিস্বরূপ শামীম হাসান পাঁচটি দাবী উপস্থাপন করেন: ১. দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার। ২. পাপুল সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ৩. প্রেসক্লাব থেকে চাঁদাবাজ ও স্বার্থান্বেষী ব্যক্তিদের দূরীকরণে প্রশাসনিক পদক্ষেপ। ৪. মতপ্রকাশ ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা। ৫. প্রেসক্লাবকে স্বচ্ছ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক পরিচালনার জন্য নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সকল গণমাধ্যমকর্মী ও বিবেকবান নাগরিকদের সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর