1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা রাকসু নির্বাচনে হল‌ সংসদে প্রার্থী সংকট,বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৪২ জন সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ নতুন দায়িত্বে নজিপুর সরকারি কলেজে নবীণ বরণ অনুষ্ঠিত প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা খুলনা মিউজিক ক্লাবের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাগমারায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফারাবীর পথসভা অনুষ্ঠিত নাচোলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাগমারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জহুরুল আলম বাবু

পলাশবাড়ীতে এলজিইডি’র (GRRIIP) প্রকল্পে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর আওতাধীন “বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা সমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প” (GRRIIP) বাস্তবায়নে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হোসেনপুর এলাকার হযরত আলী নামের এক ব্যক্তি ১৩ মে ২০২৫ তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে জমা দেন।

অভিযোগে প্রকল্পের নকশা পরিবর্তন, পূর্বনির্ধারিত রুট উপেক্ষা, এবং উদ্দেশ্য বিকৃতির কথা উল্লেখ করা হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ২১ মে ২০২৫ তারিখে GRRIIP প্রকল্প পরিচালক মোঃ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে গাইবান্ধা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

পত্রে বলা হয়, একটি কারিগরি (তদন্ত) কমিটি গঠন করে জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে।

এদিকে, ২৪মে ২০২৫ তারিখে খবরবাড়ী ২৪ ডটকমসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমে এ অভিযোগের সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রকল্প কর্তৃপক্ষ থেকে জানানো হয়, তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সড়ক উন্নয়ন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, GRRIIP প্রকল্পের আওতায় হোসেনপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ থেকে হরিতলা হাট পর্যন্ত ৮.৪৫০ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়ক পাকা করার কাজ অনুমোদন পায়। প্রকল্পটির আইডি নম্বর ১৩২৬৭৩০০৯। অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রকৌশলী মো. হেলালুর রহমান হেলাল কর্তৃপক্ষের যোগসাজশে প্রকল্পের নকশা ও নির্ধারিত রুট পরিবর্তনের চেষ্টা করছেন, যার ফলে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন উঠছে।

এ বিষয়ে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. উজ্জ্বল চৌধুরী জানান,“ চলতি জুনের মধ্যেই তদন্ত করে প্রতিবেদন জমা দেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট