প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ১:১৭ পি.এম
পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে গাছের নিচে পাঠদান চলছে নাচোলের খিকটা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে

আঃ রহমান মানিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার: নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের খিকটা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পর্যাপ্ত শ্রেণি কক্ষের অভাবে বিদ্যালয়ের সামনে গাছের নিচে পাঠদান চলছে প্রতি নিয়ত।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ৪ টি মাটির তৈরী ক্লাস রুম নিয়ে পাঠদান শুরু করেন। ২০০০ সালে শিক্ষা বিভাগ থেকে পাঠদান অনুমতি পাই। অনেক চেষ্টার পর নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক একটি এক কক্ষ পাকা রুম তৈরি করে দেন।বর্তমানে ঐ রুমের মাঝখানে প্রটেকশন দিয়ে একদিকে অফিস অন্য দিকে ক্লাস চলছে। ২০২২ সালে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হলে ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে শ্রেণিকক্ষের অভাব দেখা দেয়। বাধ্য হয়ে বিদ্যালয়ের সামনে গাছের নিচে ছাত্র ছাত্রীদের ক্লাস নিতে হচ্ছে প্রতি দিন।
বর্ষা মৌসুমে বারান্দাতেও ক্লাস নিতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ শেফালী খাতুন বলেন, শ্রেণিকক্ষের অভাব তো আছেই, কোন কমন রুম না থাকায় ছাত্র ছাত্রী ক্লাস রুমে সহ অবস্থান করছে যা ঝুঁকি পূর্ণ।
কমিটির সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন , উপজেলা নির্বাহী অফিসারের নিকট ক্লাস রুমের জন্য আবেদন করতে বলেছি প্রধান শিক্ষককে।
বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বলেন , পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে অনেক কষ্ট করে আমরা ক্লাস করছি। কখনো ফাঁকা জায়গা ও ক্লাস করতে হচ্ছে। এলাকার গণ্যমাণ্য ব্যক্তি ও ছাত্র ছাত্রী অবিভাবকের দাবি সত্ত্বর ক্লাস রুম বৃদ্ধির ব্যবস্থা করা প্রয়োজন।এভাবে স্কুলের শিক্ষা কার্য ক্রম চলতে পারেনা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর