নাজিম হাসান,রাজশাহী .................................................................
রাজশাহীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে ছবি পোস্ট করা মামলায় এক যুবকে সাত বছরের কারাদÐ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়েছে।
এই আসামির নাম শ্রী সুজন মহন্ত (৩৭)। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি পশ্চিম বালিঘাটা গ্রামেতে। এবিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, ২০১৭ সালের ১ ফেব্রæয়ারি সুজন তাঁর ফেসবুকে পবিত্র কাবাঘরের ছবি আপত্তিকরভাবে এডিট করে পোস্ট করেন। এতে তিনি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। বিষয়টি নজরে এলে রাতেই পাঁচবিবি থানার পুলিশ সুজনকে আটক করে। ওই সময় তাঁর মোবাইল ফোন জব্দ করে এসংক্রান্ত সব তথ্য পাওয়া যায়। ফলে পরদিন সুজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে পুলিশ।
ইসমত আরা আরও বলেন, মামলার বিচার চলাকালে সুজনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে কারাদÐের পাশাপাশি জরিমানাও করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে রাজশাহী জেলহাজতে প্ররন করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর