নিজস্ব প্রতিবেদক: বিশ্ব তামাকমুক্ত দিবস - ২০২৪ উপলক্ষে সামাজিক কল্যাণ সংস্থার, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর উদ্দোগে "স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে"আলোচনা সভা করা হয়।
১২ ই মে ২০২৪ রবিবার সকাল ১০.০০ সময় বড়গাছি পবা ইউনিয়নের কার্যলয়ে এই আলোচনা সভা আয়োজন করা হয়। এই সময় উপস্থিতি ছিলেন বড়গাছি পবা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসাইন সাগর, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, বিভাগীয় জয়িতা ও নারী নেত্রী মোসাঃ রহিমা বেগম, প্রভাষক মাসুদ রানা, সাইদুর রহমান সজল, সামাজিক কল্যাণ সংস্থার সমন্বয়ক সীমা খাতুন, একলাসুর রহমান রাতুল সহ স্থানীয় অনান্য নেতৃবৃন্দ।
এই সময় চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসাইন সাগর বলেন আমি তামাক নিরসনে সরবচচ কাজ করে যাচ্ছি,আমাদের যে বাজেট থাকবে সেই বাজেটে তামাক নিরসনে কাজ করার জন্য বরাদ্দ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো সকলের সুস্বাস্থ্য কামনা করে তার বক্তব্য শেষ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর