শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে টানা ৯ দিন পানির স্তর বৃদ্ধির পর অবশেষে পদ্মা নদীর পানি হ্রাস পেতে শুরু করেছে। এতে নদী তীরবর্তী এলাকার মানুষ কিছুটা স্বস্তি ফিরে পাচ্ছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পানি কমেছে ৯ সেন্টিমিটার। বিষয়টি নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৮ আগস্ট থেকে পদ্মায় পানির সমতল বাড়তে থাকে এবং ৫ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১ দশমিক ১ মিটার পানি বৃদ্ধি পায়। এতে পদ্মার পাঙ্খা পয়েন্টে পানির স্তর উঠে যায় ২১ মিটারে। তবে শনিবার সকালে তা নেমে এসে দাঁড়িয়েছে ২০ দশমিক ৯১ মিটারে।
স্বস্তি ও শঙ্কা পাশাপাশি নদীর পানি হ্রাস পাওয়ায় তীরবর্তী অনেক পরিবার স্বস্তির নিশ্বাস ফেললেও, ক্ষতিগ্রস্ত মানুষজন এখনো দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। নদী ভাঙনের শঙ্কা এবং ফসলের ক্ষতি কাটিয়ে ওঠাই এখন তাদের বড় চ্যালেঞ্জ।
শিবগঞ্জের এক কৃষক বলেন, "নদীর পানি বাড়ায় আমাদের পাট আর আমন ধান অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। পানি কমতে শুরু করেছে, এটা স্বস্তির খবর। তবে আবার কবে যে বাড়ে, সেই ভয়ও আছে।
স্থানীয়রা জানিয়েছেন, টানা বৃষ্টি এবং বন্যার পানিতে অনেক ঘরবাড়ি ও জমি পানিতে ডুবে গিয়েছিল। অনেকে বাড়ি থেকে স্থানান্তরিত হতে বাধ্য হন। পানি কমতে থাকায় এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার আশা করছেন তারা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর