# মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় পত্নীতলা উপজেলা বিএনপি’র নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকালে নজিপুর সরদার পাড়া মোড়ে দলীয় কার্যালয় জিয়া ভবনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ -২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা, প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।
অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আক্কাস আলী। উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান ।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ ।
এ সময় নয়া কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি নতুন কমিটির নেতৃবৃন্দকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। উল্লেখ্য,গত ১৪ এপ্রিল দীর্ঘ ১১ বছর পর নওগাঁর পত্নীতলায় উপজেলা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। পরে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
এ সময় প্রধান অতিথি বলেন “দলের মধ্যে কোন দলাদলি ষড়যন্ত্র চলবে না সবাই মিলে মিশে কাজ করতে, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সঠিক ভাবে পালন না করলে ৩ মিটিং পরে তাকে বহিষ্কার করে ঐ এলাকার যে কর্মমুখর তাকে দায়িত্ব দেওয়া হবে। জেলা বিএনপির সম্মেলনে এবং দলকে সুসংগঠিত করতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এ সময় তিনি শহীদ জিযার উক্তি বলেন ” ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়‘‘।#