পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি.........................................................
পত্নীতলায় নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বুধবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে নতুন কারিকুলাম বাস্তবায়ন ও মূল্যায়নে অভিভাবকগণদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নজিপুর বালিকা বিদ্যালয়ের সহাকারী শিক্ষক প্রণব কুমার দাস মিঠুর সঞ্চালনায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার । এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ববস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সূধীজন প্রমুখ।
পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিদ্যালয় চত্বরে প্রদর্শিত নতুন কারিকুলাম বাস্তবায়ন ও মূল্যায়নে বিভিন্ন ষ্টোল পরিদর্শন করে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর