# পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় সড়ক দূর্ঘটনায় সুনিবির আশরাফ (১৮) ও হৃদয়(১৯) নামে ২জন নিহত ও ১জন ্আহত হয়েছে। নিহত সুনিবির জেলার মাদেবপুর কলেজপাড়ার বেথল আশরাফের ছেলে এবং নিহত হৃদয় একই গ্রামের আকতার হোসেনের ছেলে। এ ঘটনায় সাদমান সাকিব নামের একজন গরুতর আহত হয়েছেন ।
মঙ্গলবার (৩জুন) সন্ধ্যায় নজিপুর- নওগাঁ সড়কের পার্বতীপুর কালিতলা মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়, পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওই মোড়ে রাস্তার পাশে দুপুর থেকে একটি বিয়ের বাস দাঁড় করানো ছিল।
নজিপুর থেকে আসা ৩জন আরোহীসহ একটি মোটরসাইকেল এসে বাসের পেছনে সজোরে ধাক্কা লাগলে মোটরসাইকেল টি বাসের নিচে ঢুকে যায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুনিবিরকে মৃত ঘোষনা করেন এবং সাদমান সাকিব ও হৃদয়ের আশঙ্কা জনক হওয়ায় রামেক হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাওয়ার পথে হৃদয়ের মৃত্যু হয়।
এ বিষয়ে নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু বলেন সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছে একজন খুব আহত তারা আমার বন্ধুর ছেলে হয়। পত্নীতলা থানার এস আই মৌসুম বলেন সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে সুনিবির এবং রাজশাহী যাওয়ার পথে হৃদয়ের মৃত্যু হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।
পত্নীতলা থানার ওসি (তদন্ত) আবু তালেব বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একটি দাড়িয়ে থাকা বাসে ৩ জন আরোহী সহ মোটরসাইকেল ধাক্কা দেয় তাদের কেউ ধ্ক্কা দেয়নি। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় পরে একজন মারা গেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর