# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় মধইল ইসলামিয়া আলিম মাদ্রাসার মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে ওই মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় মধইল গোলচত্বরে অধ্যক্ষ মাওলানা মো: মহাসীন আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রভাষক মাওলানা মো: লোকমান হাকিম, প্রভাষক আনোয়ার হোসেন, এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী নাজমুল ইসলামসহ প্রমূখ। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা ও মিথ্যা মামলা করা শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের অপকর্ম যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি চরম অবমাননা। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা চাই।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহসিন আলী বলেন, আমার চাকরির বয়স প্রায় ৪০ বছর। এই দীর্ঘ সময়ে বিভিন্ন সময় আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করা হয়েছে। কিন্তু তদন্ত শেষে প্রতিবারই আমাদের প্রতিষ্ঠানের পক্ষে রায় এসেছে—যা নথিভুক্ত রয়েছে। এই মাদ্রাসা আমার একার নয়; এটি এলাকার মানুষের। একটি চক্র পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে মাদ্রাসার সুনাম নষ্ট করতে চাইছে। তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানাই। আমি আপনাদের খাদেম, আজ আছি, কাল নাও থাকতে পারি—কিন্তু প্রতিষ্ঠানের মর্যাদা যেন ক্ষতিগ্রস্ত না হয়" ।
তারা জানান আলিম পরীক্ষা চলাকালীন সময়ে মাদ্রাসা প্রতিষ্ঠানের জায়গায় একটি মেশিন চালানো হয়। বিকট শব্দের কারণে পরীক্ষার্থীরা পরীক্ষায় মনোযোগ দিতে মারাত্মক সমস্যায় পড়েন। বিষয়টি নিষেধ করে মেশিনটি প্রতিষ্ঠান এলাকা থেকে সরিয়ে নিতে বললে স্থানীয় কয়েকজন ব্যক্তি ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থী-শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালায় এবং শিক্ষকদের বিরুদ্ধে মানহানি ও মিথ্যা মামলা করে। মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের ঘটনাগুলো শিক্ষক সমাজের প্রতি চরম অবমাননা। মানববন্ধন থেকে এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবি জানানো হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর