# মাসুদ রানা, পত্নীতলা ( নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ভোরের ডাক ব্যায়াম সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে চৌরাট বরেন্দ্র শিবপুর কলেজের সহকারী অধ্যাপক ইমরান হোসেন সভাপতি, ডাঙ্গাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি উত্তম কুমার দাস সাধারণ সম্পাদক এবং কোলা আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রোকনুজ্জামান রিপন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত কমিটি আগামী ১ বছরের জন্য ভোরের ডাক ব্যায়াম সংগঠনকে পরিচালনা করবেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে নজিপুর পৌর পার্কে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, বেলাল হোসেন এবং আসির উদ্দিন নির্বাচনের নীতিমালা উপস্থাপন করেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোরের ডাক ব্যায়াম সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি উষ্টি জাকেরিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক কামাল হোসেন, ভোরের ডাক সংগঠনের উপদেষ্টা ও চৌরাট বরেন্দ্র শিবপুর কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুন নবী, নজিপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক বদরুজ্জোহা, ভোরের ডাক ব্যায়াম সংগঠনের কমান্ডার ও মাটিন্দর বিএম কলেজের অধ্যক্ষ বিমল কুমার বর্মন প্রমুখ।
"সকাল সকাল বিছানা ছাড়ি রোগমুক্ত সুস্থ জীবন গড়ি" স্লোগানকে সামনে রেখে ভোরের ডাক ব্যায়াম সংগঠন প্রতিদিন সকাল ৬টা হতে পৌর দীর্ঘদিন যাবত ব্যায়াম পরিচালনা করে আসছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর