# মাসুদ রানা,পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে নজিপুর পাবলিক মাঠ থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিজয় র্যালি শেষে পাবলিক মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ -২ আসনের সাবেক সংসদ সদস্য মো.সামসুজ্জোহা খান জোহা, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।
উপজেলা বিএনপির সভাপতি মো.মোকসেদুল হক সিরি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু এবং খাইরুল আলম গোল্ডেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম ও মো.রমজান আলী সরদার,পৌর বিএনপির সভাপতি মো.মামুন হোসেন,সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন,সাংগঠনিক সম্পাদক এ.জেড মিজান ও মো.আব্দুল্লাহ আল মাসুম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা,নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান মিন্টু, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক সাগর হোসেন, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। উক্ত আলোচনা সভায় বক্তারা দলের গৌরবময়,ইতিহাস ঐতিহ্য, সংগ্রাম সাফল্য ও বিগত ১৭ বছরের নির্যাতন কথা বলেন ।#