# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ,পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার, অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পারভেজ মোশারফ,উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, উপসহকারী কৃষি অফিসার জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, তোফাজ্জল হোসেন, মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকগণ, কৃষি অফিসসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সাংবাদিক সুধিজন প্রমূখ ।
উদ্বোধন শেষে একটি আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে, পরে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন ।মেলায় কন্দালসহ বিভিন্ন ফসলের মোট ১০ টি স্টল বসেছে। মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর