# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় নজিপুর পাবলিক মাঠে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভায় প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো.আলীমুজ্জামান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহারাব হোসেন,অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম,মৎস্য অফিসার মোছা.রুজিনা পারভীন,মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল,সমবায় অফিসার মো.সামছুল হক,যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ,জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মো.আমিনুল ইসলাম,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাশেদুর রহমান,আনসার ও ভিডিবি অফিসার মোছা.বুলবুলি খাতুন প্রমুখ।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে। পরে প্রধান অতিথি সহ অন্যান্যরা প্রদর্শনীর স্টলগুলো পরিদর্শন করেন। প্রদর্শনীর জন্য বিভিন্ন ধরনের পশু, পাখি, প্রযুক্তি ও পণ্যের প্রায় ৩৫ টি স্টল বসে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর