# মাসুদ রানা,পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধিঃ "প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে যুব উন্নয়ন অফিসার আশীষ কুমার ঘোষের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমেনুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল্লাহ আল মামুন,প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী,সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন,পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডু, স্থানীয় জন প্রতিনিধি, সুধিজন সাংবাদিক উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলার ৩০ জন পুরুষ ও নারীর মাঝে যুব ঋণের ২৯ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয় । ক্যাপশন:পত্নীতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে ঋণের চেক বিতরণ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর