# মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে আকবরপুর ইউনিয়নের মধইল বাজার সংলগ্ন রাস্তার পাশের মাঠে কৃষক নাজমুলের জমিতে ব্রি ধান ৯৫ জাতের ধানের শস্য কর্তন করা হয়েছে। ফলন প্রতি বিঘায় ২১ মণ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসএম সাব্বির, বাবর আলী,মোস্তাফিজুর রহমান, স্থানীয় কৃষক প্রমূখ।
স্থানীয় কৃষকরা বলেন এবার আবহাওয়া ভাল ছিল সার কিটনাশক সঠিকবাবে পাওয়ায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ নিয়মিতভাবে তদারকি ও পরামর্শে ধান চাষাবাদ করে ফলন ভাল হয়েছে।
কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন বলেন এবছর ভাল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টপাত হওয়ায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমন কম হয়েছে তাই ফলন অত্যান্ত ভাল হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর