প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৭:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ৩:১৩ পি.এম
পঞ্চম বর্ষে পদার্পণ করল ‘জাগো২৪.নেট’

ফজলার রহমান (গাইবান্ধা) থেকে: অনলাইন নিউজ পোর্টাল ‘জাগো২৪.নেট’ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধার সাদুল্লাপুরে পালিত হয়েছে। সত্যের সন্ধানে- শ্লোগান নিয়ে এ পোর্টালটি পঞ্চম বর্ষে পর্দাপণ করল। রোববার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় ‘জাগো২৪.নেট’ এর সাদুল্লাপুর অফিস কক্ষে এ উপলক্ষ্যে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। ‘
জাগো২৪.নেট’ এর সম্পাদক ও প্রকাশক খোরশেদ আলমের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক ছোলায়মান সরকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সমকাল প্রতিনিধি শাহজাহান সোহেল, শিক্ষক মাহমুদুল হক মিলন, মোস্তাফিজার রহমান ফারুক, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মোটর শ্রমিক নেতা ময়নুল ইসলাম, ‘জাগো২৪.নেট’ এর বার্তা সম্পাদক তোফায়েল হোসেন জাকির, বিজ্ঞাপন ম্যানেজার উজ্জ্বল আকন্দ, স্টাফ করেসপন্ডেন্ট শামীম সরদার, সিনিয়র সাংবাদিক আব্দুল কাফি সরকারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ইতোমধ্যে পোর্টালটি পাঠক প্রিয়তা অর্জন করেছে। আগামীতে সত্যনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্যে দিয়ে আরও এগিয়ে যাক কাঙ্খিত স্থানে। শুভ কামনা ‘জাগো২৪.নেট’।
এদিকে পোর্টালটির ভালোবাসায় সিক্ত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন- অধ্যক্ষ এমএস রহমান, আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক মাসুদ প্রামানিক, অ্যাডভোকেট হাবিবুর রহমান মন্ডল, ব্যবসায়ী জরিফ শেখ, রাজু মিয়াসহ অনেকে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর