পঞ্চগড় প্রতিনিধি................................
পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড তথা আটোয়ারী উপজেলা থেকে সদস্য পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিঠু। প্রথম থেকেই অ্যাডভোকেট মিঠু মাঠে সক্রিয় ছিলেন। কিন্তু আজ ১৬ অক্টোবর পর্যন্ত নানা রকম সমস্যার কারণে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। এরই মধ্যে ফেসবুক পোস্ট এবং মুঠোফোন এবিষয়টি নিশ্চিত করেন অ্যাড.মিঠু।
অ্যাডভোকেট মেহেদী হাসান মিঠু বলেন, কিছু অর্জন আর কিছু বিসর্জনের মধ্য দিয়ে কাল জেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি আমার নীতি ও আদর্শে অটল এবং আস্থা অবিচল। আমি ব্যাক্তিগতভাবে বিশ্বাস করি সম্মান কোনভাবে ক্রয় বিক্রয়ের বিষয় নয় এটি নিঃসন্দেহে অর্জনের বিষয়। কিন্তু জেলা পরিষদ নির্বাচনে মৌলিক গণতন্ত্রের নামে চলছে অলৌকিক গণতন্ত্রের চর্চা । যেখানে প্রার্থীরা জেলা ও উপজেলার উন্নয়ন ও পরিবর্তনের কথা মাথায় না রেখে ভোটারদের ভাগ্য উন্নয়নের কথা ভাবছেন।
এক্ষেত্রে আমি ভোটারদের দায়ী করতে নারাজ, কেননা তারা নিশ্চয়ই যথেষ্ট যোগ্যতা ও বিচক্ষণতার পরিচয় দিয়ে এই জায়গা অবধি এসেছেন, কিন্তু আমরা যারা প্রার্থী হয়েছি আমাদের অজ্ঞতা ও অদক্ষতার পরিচয় দিয়ে ক্ষমতা অর্জনের নিমিত্তে সর্বোচ্চ অর্থ ও আত্নমর্যাদা জলাঞ্জলি দিতেও প্রস্তুত । শুধু ভোটাধিকার নয় অর্থ মানুষের যেকোন সুস্থ স্বাভাবিক চিন্তা শক্তির উপরেও বড় ধরণের প্রভাব বিস্তার করে । আমি পরিষ্কার ভাবে বলতে চাই এই নির্বাচনে যারা অসুস্থ পরিবেশ সৃষ্টি করে গোল্ডেন টি,আর ডায়মন্ড রাইস খাইয়ে প্রতিনিধিত্ব জিম্মি করতে চান তাদের দ্বারা আর যাইহোক জেলা ও উপজেলার ভাগ্য উন্নয়ন অসম্ভব।
সর্বপরি আসন্ন জেলা পরিষদ নির্বাচনে যারা আমার ভোটার, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদের কাছে ক্ষমা ও ভবিষ্যতের জন্য দোয়া চেয়ে এবং অন্যান্য প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য ব্যাক্তিকে নতুন নেতৃত্বে নিয়ে আসার অনুরোধ জানিয়ে আমি আমার ভোট বর্জন করলাম।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর