পঞ্চগড় প্রতিনিধিঃ দেশের এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের আন্দোলনে ঢাকায় শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে আটোয়ারী উপজেলার শিক্ষক ও কর্মচারীবৃন্দের ব্যানারে মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা শিক্ষক সমিতি।
অবিলম্বে গ্রেফতারকৃত শিক্ষকদের মুক্তি, নির্যাতনের স্বীকার শিক্ষকদের ক্ষতিপূরণের দাবী জানানো হয়। একইসঙ্গে দাবী আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচী চলমান রাখার ঘোষণা দেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ, উপজেলার শিক্ষক ও কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তফশিলী স্কুল এন্ড কলেজের অধক্ষ্য শফিকুল ইসলাম, শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন এর জিল্লুর হোসেন সরকার প্রমুখ বক্তব্য রাখেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর