পঞ্চগড় প্রতনিধি: একজন স্কুলশিক্ষক ও প্রাইভেট টিউটর ফেসবুক পোস্টের মাধ্যমে অভিযোগ করেছেন যে, পঞ্চগড় পৌর শাখা ছাত্রদলের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইরফান সাদিক ইফতি ও তার এক সহযোগী গত কয়েকদিন ধরে নিয়মিত চাঁদা দাবি করছেন।
শিক্ষকের বক্তব্য অনুযায়ী, তিনি ভাড়া বাড়িতে থেকে শিক্ষার্থীদের পড়ান। দুই দিন আগে ইফতি ও আরেক যুবক তার বাসায় এসে “খেলার বাবদ” ২,০০০ টাকা দাবি করে। অভিযুক্ত দ্বিতীয় যুবকের নাম তিনি জানেন না, তবে তিনি দাবি করেন ওই যুবকও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।
শিক্ষক লিখেছেন, এর আগেও ইফতি নিজেকে বিএনপি-সম্পৃক্ত পরিচয় দিয়ে একাধিকবার টাকা আদায় করেছে এবং এসব টাকা নেশাদ্রব্য ক্রয়ে ব্যবহার করা হয়। টাকা না দেওয়ায় একসময় তাকে আগের ভাড়া বাড়ি ছাড়তে হয়েছিল বলেও দাবি করেন তিনি। “গত দুই দিন আগে তারা আবার আসে। চাঁদার কথা বলার সময় তাদের নেশাগ্রস্ত মনে হচ্ছিল,” শিক্ষক ফেসবুকে লেখেন। “আজ টাকা না দিলে সমস্যা হবে বলে তারা চাপ সৃষ্টি করে। আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”
শিক্ষক আরও উল্লেখ করেন, ইফতির পরিবারের একজন সদস্য তেতুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় কাজ করেন। তিনি দ্রুত প্রশাসনিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুলিশ বা ছাত্রদলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর