ইনসান সাগরেদ, পঞ্চগড় প্রতিনিধি :পবিত্র ঈদুল আযহা কে নির্বিঘ্নে উদযাপন করার কথা মাথায় রেখে ও মাদকের ভয়াল থাবা থেকে পঞ্চগড় কে নিরাপদ রাখতে পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন। এই ব্যতিক্রম কার্যক্রম পরিচালনা করছেন সহকারী পরিচালক রাহুল সেনের নেতৃত্বে সহকারী উপ পরিদর্শক রেজওয়ান সহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে।
পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের রুটগুলোতে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করছেন।সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে করছেন তল্লাশি।পঞ্চগড়ের সুশীল সমাজ এরকম অভিযান পরিচালনার জন্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সাধুবাদ জানিয়েছেন। মাদকের বিষয়ে বিন্দু পরিমাণ ছাড় নেই।
এবিষয়ে মাদকদ্রব্য অফিসের কর্মকর্তা রাহুল সেন জানিয়েছেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর