পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে জমি মালিক ও এস্কেভেটর চালককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। এ সময় অভিযানে জমির মালিক মোঃ শফিউল ইসলামকে (৬৬) ছয় মাস এবং এস্কেভেটর চালক পলাশ (২৬) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জানা গেছে, মোঃ শফিউল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকার বাসিন্দা এবং মৃত শফি উদ্দিনের ছেলে। অন্যদিকে পলাশ যশোর জেলার শার্শা উপজেলার বাসিন্দা। অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয়, সেনা সদস্য, পঞ্চগড় সদর থানার পুলিশ সদস্য, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশাসনের এ ধরনের কার্যক্রমে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, প্রাকৃতিক সম্পদ রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থার এমন উদ্যোগ এলাকাকে সুরক্ষিত রাখবে।
এবিষয়ে সেনা কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, “প্রাকৃতিক সম্পদ রক্ষায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত। নিয়মবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজী জানান, “অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারী কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কার্যক্রম পরিবেশের জন্য ভয়াবহ হুমকি।#