পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় বাদাম ক্ষেতে গাঁজার চাষ করে গাঁজার গাছ ও মাদকসহ রতন ওরফে লাবু (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে পঞ্চগড় জেলা পুলিশের ফেইসবুক পেজে এই তথ্য প্রচার করা হয়। এর আগে, শনিবার (২৪ মে) বিকেলে অভিযান চালিয়ে গাঁজার গাছ ও মাদকসহ ওই যুবককে আটক করেছে পুলিশ।
জানা গেছে,আটক রতন ওরফে লাবু জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছপুকুরী এলাকার আজগর আলীর ছেলে। পুলিশ জানায়, লাবু নামে ওই যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তিনি তার বাদাম ক্ষেতে বাদামের পাশাপাশি কয়েকটি গাঁজার গাছও রোপন করে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাঁজার ৬ টি গাছ ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর