প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১০:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১:৩৮ পি.এম
পঞ্চগড়ে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ১০ দলীয় জোট প্রার্থী সারজিস আলম ও জামায়াতে ইসলামী’র বিরুদ্ধে

ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় ১ আসনে ১০ দলীয় জোট প্রার্থী সারজিস আলম ও জামায়াতে ইসলামী বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে । আজ বৃহস্পতিবার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো:সাহেব আলী জেলা রিটার্নিং কর্মকর্তা'র কাছে লিখিত ভাবে অভিযোগ করেছেন।
অভিযোগে'র সূত্র ধরে জানা যায়, গত ১১ ই ডিসেম্বর নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পূর্ববর্তী সময়ে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ কোঠর ভাবে প্রযোজ্য। বিধিমালার বিধি ২৬ অনুযায়ী আচরণ বিধিমালা লংঘন নির্বাচন -পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হবে, যা শাস্তি যোগ্য ও জরিমানা যোগ্য অপরাধ।
পঞ্চগড় সুগার মিল মাঠে আগামী ২৩ জানোয়ারি ১০ দলিয় জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)বাংলাদেশ জামায়েতে ইসলামি ও মনোনিত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনি জনসভায় আমির,বাংলাদেশ জামায়াতে ইসলামী ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে শহরের সবগুলো প্রবেশ দ্বারে এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহ গেইট/তরুণ নির্মাণ করা হয়েছে। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৩( ক) এর সুস্পষ্ট লঙ্ঘন।
এবিষয়ে মুঠোফোনে জেলা কর্মকর্তা কাজী সায়মুজ্জামানে'র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমরা এই বিষয়ে জুডিশিয়ালি ইনকোয়ারি কমিটির কাছে পাঠাবো।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর