প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ২:৩২ পি.এম
পঞ্চগড়ে ট্রাক্টারের ফালের নিচে পড়ে ৫ম শ্রেণি পড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ইনসান সাগরেদ, পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ে ট্রাক্টারের ফালের নিচে পড়ে অন্তর বর্মন (১০)নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বোদা উপজেলার চন্দন বাড়ি ইউনিয়নের ঘোটাপাড়া গ্রামে। নিহত অন্তরের বাবা ক্ষিরেন চন্দ্র বর্মন।
স্থানীয় সূত্রে যানা যায় আজ (রোববার)দুপুরে ক্ষিরেন চন্দ্র বর্মনের জমিতে ট্রাক্টর নিয়ে হাল দেয়ার জমি দেখানোর জন্য গাড়িতে ওঠে।ট্রাক্টর চালক আলামিনের সাথেই বসেছিলো শিশুটি। হাল দেয়ার সময় হঠাৎ করেই মোড় নিতে গিয়ে ট্রাক্টর থেকে পড়ে গিয়ে ফালের নিচে মুহূর্তের মধ্যেই শিশুটির দেহটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় অন্তর। ট্রাক্টর চালক আলামিন ঘটনা টের পেয়ে গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পুরো এলাকায় শোকের কালো ছায়া নেমে এসেছে।অন্তর পলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।অন্তরের এভাবে চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছেনা। তার বাবা-মা ছেলে অন্তর কে হারিয়ে পাগল প্রায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:সেলিম মালিক শিশু অন্তরের নিহতের বিষয় টি নিশ্চিত করেছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর