পঞ্চগড় প্রতিনিধি: রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলার শহরের আলোছায়া সিনেমা হল মার্কেটের নিউজ পয়েন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগীরা।
এসময় জমির মালিক ঈসমাইল মুন্সি,বড় ছেলে জাকির হোসেন, ছোট ছেলে জাহেদুল ইসলাম ও প্রতিবেশি মানিক মিয়া লিখিত অভিযোগে জানান, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের টোকাপাড়া গ্রামের আদালতের নিদের্শে আমরা আমাদের পৈত্রিক জমিতে গেলে জমি দখলকারীরা স্থানীয় হ্ফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ঈসমাইলের নেতৃত্বে আমার বাবা, বড় ভাই, ছোট ভাইকে বেদম মারপিট করলে আমরা সবাই মাটিতে লুটিয়ে পড়লে। । প্রতিবেশী মানিকসহ স্থানীয়রা ৯৯৯ লাইনে ফোন করলে পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়।
জমি দখলকারীরা হুমকি দিচ্ছে জমিতে হাল-চাষ করলে আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। আমরা তাদের ভয়ে চলাফেরা করতে পারছি না। আমরা আমাদের জমিতে আবাদ করতে পারি সেই বিষয়টি প্রশাসনের দৃস্টি কামনা করছি।
এজাহার ভুক্ত আসামিরা হলেন, মৃত শহীদ মিয়ার পুত্র সুলতান (৪০)ফারুক, ও সোলেমান( ৩৫), মৃত রাজ্জাকের পুত্র রিয়াজুল ইসলাম( ৫০), আব্দুল কাদের পুত্র আবু তাহের (৩৫), মৃত নসু মিয়ার পুত্র কবির হোসেন (৩৫), ইব্রাহিম (৪০), মৃত মকবুল হোসেনের পুত্র শাহদাত আলী (৩৫), দেলোয়ার (৩৮ ), সুলতান আলীর স্ত্রী সাজেদা (৩৫), অফিয়ার রহমানের পুত্র জাহিরুল (৪৫), জাহিরুলের স্ত্রী সাহিমা (৪০), আব্দুল কাদেরের পুত্র বাবু(২৮),জামাল (২৫) সর্ব সাং জিন্নাতপাড়া ও পশ্চিমটোকাপাড়া এলাকায়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর