1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
পাঁচ দফা দাবিতে বাগেরহাটে জামায়াতের মানববন্ধন জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণ ঈশ্বরদীরতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের লিফলেট বিতরণ ঝালকাঠির  নলছিটিতে শ্রমিকদলের ৫১সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে পত্নীতলায় মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে  জামায়াতের মানববন্ধন আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন কচুয়ায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে গণসমাবেশ তানোরে কৃষি জমির মাটি কেটে বাড়ি নির্মাণ, প্রশাসনের অনুমতি ছাড়াই চলছে খনন কাজ

পঞ্চগড়ের সাবেক ৩ এমপি ও ডিসি-এসপির বিরুদ্ধে হত্যা মামলা, তদন্তের নির্দেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

সবুজনগর অনলাইন ডেস্ক:                                                                  পঞ্চগড়ে বহুল আলোচিত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন হত্যার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে সাবেক তিন সংসদ সদস্যসহ তৎকালীন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও।

আজ মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর থানা পুলিশকে মামলাটি তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গণ্য করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমলি আদালত-১) আরেফিনের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী এডভোকেট ওহাব আনসারী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি ও আইনজীবী সূত্রে জানা যায়, এই মামলায় ১৫৪ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। এ ছাড়াও রয়েছে পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান মুক্তা, মজাহারুল হক প্রধান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, তৎকালীন জেলা প্রশাসক জহুরুল ইসলাম, তৎকালীন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, তৎকালীন পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাবেক মেয়র জাকিয়া খাতুন। পঞ্চগড় পৌরসভার সাবেক ৫ কাউন্সিলর হাসনাত হামিদুর রহমান, লুৎফর রহমান, মোস্তফা কামাল, আরিফুর রহমান, আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগের ১৫৪ জন নেতাকর্মী। মামলায় ৪০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

জানা যায়, ২০২২ সালের ২৪ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দেয়। সেই সাথে মিছিলে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এসময় আওয়ামী লীগ কার্যালয় থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিএনপির মিছিলে হামলা করে। সংঘর্ষে প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হন। পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বিএনপি পার্টি অফিস এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আরেফিনের মৃত্যু হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট