পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সেনাবাহিনী ও দেবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে জাল নোট এবং প্রতারণার অভিযোগে মোঃ রাশেদ জামান (৩৮) নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে জাল টাকা, নগদ অর্থ, মোবাইল ফোন এবং মাদকসেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
জানা যায়, শুক্রবার (২৭ জুন) রাত থেকে শনিবার (২৮ জুন) ভোর পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার হাজরাডাঙ্গা ইউনিয়নের চেংঠী দন্ডপাল গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন। অভিযানের একপর্যায়ে রাশেদ জামানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ১ হাজার টাকার একটি জাল নোট, ১২ হাজার টাকা নগদ অর্থ, একটি মোবাইল ফোন এবং মাদকসেবনের কিছু উপকরণ জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, রাশেদ জামান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসার পাশাপাশি বিদেশি ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। অভিযানের আগে টাঙ্গাইল থেকে তিনজন ভুক্তভোগী অভিযোগ করেন যে, তাদের কাছ থেকে প্রায় ১২ লক্ষ টাকা নেওয়া হয়েছে ডলার দেওয়ার কথা বলে। এই অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাশেদের আরও দুই সহযোগীর বাড়িতেও অভিযান চালানো হলেও তারা পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন বলেন, “এই প্রতারণা চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিদেশি ডলার দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, রাশেদ জামানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর