পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ও ভজনপুর ইউনিয়নের ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ভজনপুর এলাকার শাকিল সালেক (৩৫) ও গোবরাগছ গ্রামের কাবুল হোসেন (৪১ বুধবার (২১ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহন মিনজি।
জানা গেছে, দন্ডপ্রাপ্তরা হলেন, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর এলাকার আব্দুল জলিলের ছেলে সাকিল সালেক ও একই উপজেলার শালবাহান ইউনিয়নের গোবরাগছ এলাকার সোলেমান আলীর ছেলে কাবুল হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর এলাকায় একটি এক্সকেভেটর ও দুটি ট্রাক্টরের মোট চারটি ব্যাটারি জব্দ করা হয়। এ সময় শ্রমিকদের সর্দার শাকিল সালেককে আটক করে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' এর ১৫(১) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, শালবাহান ইউনিয়নের সানু বালাবাড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্রমিকদের সর্দার কাবুল হোসেনকে একই আইনের আওতায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তার ব্যবহৃত ট্রাক্টরের একটি ব্যাটারিও জব্দ করা হয়। অভিযানে মোট পাঁচটি ব্যাটারি জব্দ করে সেগুলো থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। পরে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে উপস্থিত ছিলেন বিজিবির ভুতিপুকুর বিওপি ক্যাম্প কমান্ডার ও তেঁতুলিয়া মডেল থানার পুলিশের একটি টিম।
জেলা প্রশাসক মোঃ সাবেত আলী বলেন, “অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, “ফসলি জমির সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর