# এম এ হাসান, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হ্নীলা আলীখালী পাহাড়ী এলাকা হতে নৌবাহিনীর যৌথ অভিযানে অপহৃত নারী ও শিশুসহ ১১ জন ভিকটিম কে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) টেকনাফের হ্নীলা আলীখালী গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার কর হয়েছে বলে নৌ বাহিনী সূত্রে জানাগেছে।
অভিযানে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীদের পরিবার অভিযোগ করেন, একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে অপহরণের শিকার ব্যক্তিদের নিজ বাড়ি থেকে গহীন পাহাড়ে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
উক্ত অভিযোগের ভিত্তিতে টেকনাফস্থ হ্নীলা আলীখালী গহীন পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে গহীন পাহাড়ের পাদদেশে অবস্থিত বেশ কয়েকটি স্থান হতে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনাফসহ বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর