# আবুল কালাম আজাদ.......................................
নগরীতে বেড়েছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। এর সাথে বেড়েছে মাদক ব্যবসা। কিছু ভবঘুরেরা ও মাদকাসক্তরা টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে চুরি-ছিনতাইয়ের সাথে। এর সাথে জড়িতদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছর বলে জানা গেছে। এর পাশাপাশি পাড়া-মহল্লায় যে কিশোর গ্যাং গজিয়ে উঠেছে তারা এ কাজে জড়িয়ে পড়ছে বলে সূত্রে জানা গেছে। এরই মধ্যে পুলিশি তৎপরতায় কিছু চোর-ছিনতাইকারী গ্রেপ্তার হলেও এর সাথে জড়িতদের অনেকেই এখনও রয়ে গেছে ধরা-ছোঁয়ার বাইরে। পুলিশের ঝামেলার কারণে ভুক্তভোগীদের অনেকেই থানায় অভিযোগ করতে না আসায় তারা দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে পাড়া-মহল্লায়।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর সিপাইপাড়া, হড়গ্রাম নতুনপাড়া, কয়েরদাঁড়া, শিরোইল বিহারী কলোনি,মান্দা কলোনি ,আলিফ লাম মিম ভাটা এলাকা,মেহেরচন্ডি,ভদ্রতা মাজার এলাকা, পঞ্চবটি এলাকায় বেশ কয়েক দিন থেকে চুরি ঘটনা বৃদ্ধি পেয়েছে।
নগরীর তেরখাদিয়ায় দিন পরপরই ঘটছে চুরির ঘটনা। এছাড়াও বিলশিমলা,কয়েরদাঁড়া, বিনোদপুর ডিঙাডোৰা, ছোটবনগ্রাম, বিশ্ববিদ্যালয়, নওদাপাড়া বাসটার্মিনালের আশপাশের পাড়া মহল্লায় চুরি ছিনতাই হচ্ছেই।
তেরখাদিয়ার এক ভুক্তভোগী বলেন, দিনে চোররা পাড়ার আনাচে কানাচে ঘুরাঘুরি করে খোঁজ নেয় এবং রাতে চুরি করে থাকে। চোররা নিত্য নতুন অভিনব কায়দায় চুরি করছে।
গত ৩০ আগস্ট রাত সোয়া ১২ টায় কয়েকজন যুবক সিপাইপাড়া এলাকায় জনৈক ব্যক্তির বাড়ি থেকে নির্মাণ কাজে ব্যবহৃত রড চুরি করে নিয়ে যায়। এর কয়েক দিন পূর্বে নিমতলা মোড়ের মাসুম আলা (৩৫), পূর্ব মোল্লাপাড়া এলাকার ফয়জুল্লাহর বাড়ি থেকে চুরি হয় প্রায় ২০০ গজের মত বৈদ্যুতিক তার। গত শুক্রবার নগরীর লিচুবাগান এলাকার বিলকিস বেগম একটি গাভিসহ বাছুর চুরি করে ধরা পড়ে। পরে শাহমখদুম থানা পুলিশের হাতে সে ধরা পড়ে। গত ২১ আগস্ট নগরীর নওদাপাড়া পোস্টাল অ্যাকাডেমির সামনে থেকে পানব্যবসায়ীদের কাছ থেকে ছিনতাই হয় ৩৪ লাখ টাকা। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ২২ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা উদ্ধার করে আদালতের নির্দেশে দুর্গাপুর উপজেলার দাওকান্দি বাজার পানব্যবসায়ী প্রতিনিধি এখলাস মোল্লার জিম্মায় হস্তান্তর করে।
এদিকে নগরীর খাদেমুল স্কুলের সামনে তালাইমারী শহিদমিনার পার্শ্ববর্তী এলাকায় রমরমা হয়ে উঠেছে মাদকের ব্যবসা। এর সাথে এলাকার একটি কিশোর গ্যাং জড়িত বলে জানা গেছে। এর পাশাপাশি জমে উঠেছে জুয়ার আসর। একে কেন্দ্র করেই বাড়ছে চুরি ছিনতাই-এর ঘটনা।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তিনিধি: রফিকুল আলমের সাথে এ সম্পর্কে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে পুলিশ সজাগ রয়েছে। এরই মধ্যে অনেকে ধরাও পড়েছে। পুলিশ জনগণের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর