মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা তারা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুরে তারা অবরোধ তুলে নেন। বিক্ষোভে শিক্ষার্থীরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা সাবেক বিরোধী দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, “চব্বিশের বাংলায়, জাতীয় পার্টির ঠাঁই নাই”, “আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে”—এমন স্লোগানে ক্যাম্পাস মুখরিত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, “যে অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার রক্তের ওপর ভিত্তি করে ক্ষমতায় এসেছে, তাদের সময়েই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের ওপর হামলা হচ্ছে। হামলায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে।”
তারা আরও বলেন, “যে জাতীয় পার্টি অতীতে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে, সেই দলের রাজনীতি দেশে নিষিদ্ধ করা জরুরি।” এর আগে, শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী হস্তক্ষেপ করে। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর