# ধোবাউড়া ( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং বন্ধ খাবারের অপেক্ষায় শিশুরা। উপজেলার ৯০ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৮ হাজার ৮০০ শত শিশুকে প্রতিদিন টিফিন হিসেবে বন রুটি,কলা, বিস্কুট,সিদ্ধ ডিম,মৌসুমী ফল, আকিজের প্যাকেট দুধ রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক পুষ্টিমান ও মান সম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে স্কুল ফিডিং চালু করা হলেও শুরুতেই অব্যবস্থাপনা আর সঠিক মনিটরিংয়ের অভাবে এই কার্যক্রম মুখতুবড়ে পড়ছে। পাশাপাশি বিদ্যালয় গামী শিশু শিক্ষার্থীরা খাবারের অপেক্ষায় থাকে। তাই দ্রুত স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা না হলে শিক্ষার্থী কমে যাওয়ার আশংকা করছে অনেকেই।
সদর ইউনিয়নের দর্শা প্রাথমিক বিদ্যালয়ের ভা: প্রধান শিক্ষক কানিজ ফাতেমা বলেন, খবার চালু করে আবার বন্ধ হয়ে গেছে এতে বাচ্চাদের মনখারাপ।তাই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অচিরেই যাতে স্কুল ফিডিং কর্মসূচি আবার চালু করা হয়।
শিক্ষার্থীরা জানায়,আমাদের আগে বিস্কুট দিত এখন দেয়না। প্রজেক্ট কন্ট্রাক্টার রায়হান আহম্মএর কাছে জান্ত চাওয়া হলে খাবারে কিছুটা ক্রটি আছে বলে জানান তাও বলেন, সামনে আর সমস্যা থাকবেনা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওভায়েদুল হক জানান, নানান অজুহাতে কন্ট্রাক্টার মানসম্মত খাবার সরবারাহ করতে না পারায় সাময়িক বন্ধ রাখা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আলী সিদ্দিক বলেন, সকল শিশুদের জন্য খাবার নিশ্চিত না হওয়া পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে তবে প্যাকেট দুধ সরবারাহ অব্যহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উজ্জ্বল হোসেনের কাছে জনতে চাওয়া হলে তিনি জানান, শিশুদের ফিডিং বন্ধ করা হয়েছে কারণ খাবারের মান খুবই নিম্নমানের ও অস্বাস্থ্যকর।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর