সবুজনগর ডেস্ক : নিউজিল্যান্ডের প্রথম চার টেস্ট জয়ী দলের সদস্য লেগ স্পিনার জ্যাক অ্যালাবাস্টার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
১৯৫৫ থেকে ১৯৭২ সালের মধ্যে নিউজিল্যান্ডের হয়ে ২১ টেস্টে ৪৯ উইকেট নিয়েছেন অ্যালাবাস্টার।
নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে প্রথম চার ম্যাচে জয়ী দলের অংশ ছিলেন অ্যালাবাস্টার। ১৯৫৫-৫৬ সালে ভারত ও পাকিস্তান, ১৯৫৮ সালে ইংল্যান্ড, ১৯৬১-৬২ সালে দক্ষিণ আফ্রিকা এবং ১৯৭১-৭২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবারের মত টেস্ট সিরিজ ড্র’তে বড় অবদান রাখেন অ্যালাবাস্টার। ৫ টেস্টে ২২ উইকেট শিকার করেন তিনি। প্রথম টেস্টেই ৭ উইকেট নেন তিনি। ১৮০ রানে ৮ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে দেশের বাইরে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়েও অবদান রাখেন অ্যালাবাস্টার। ১৪৩টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নেন তিনি। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর