# সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাসিক ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশনায় আজ আমারা এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করেছি। আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তা বাস্তবায়ন করবেন। তাহলে নতুন করে রাষ্ট্রক্ষমতায় গিয়ে কেউ স্বৈরাচারী মনোভাব পোষন করতে পারবে না। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজী কেউ করতে পারবে না। মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হলে দেশে কোন বিভেদ থাকবে না। আর বিএনপির নামে কেউ সন্ত্রাস, চাঁদাবাজী করতে চাইলে তাকে আটকে রেখে পুলিশে খবর দিবেন। বিএনপির নামে দখলবাজী, চাঁদাবাজী ও ভুমিদস্যুতা চলবে না।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোয়াজ হোসেন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: নুর উদ্দিন নুরু, বিএনপি নেতা আকবর হোসেন, নূরুল আমিন বিপ্লব, মো: সুজন, মো: সুলতান, মো: মামুন ও শ্রমিকদল নেতা জাহিদুল ইসলাম মানিকসহ অত্র ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর