রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি…………………………………………….
রাণীশংকৈলে নারী দিবসে ১৫ জন অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করে বসুন্ধরা শুভ সংঘ।
“শেখ হাসিনার বারতা, নারী- পুরুষ সমতা” নারী উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে শুক্রবার (৮ মার্চ) বিকালে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শুভ সংঘ শাখার আয়োজনে রানীশংকৈল অফিসার্স ক্লাব মাঠে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রশিক্ষণ গ্রহণকারী অসচ্ছল নারীদের মাঝে ১৫টি সেলাই মেশিন সেট বিতরণ করা হয়।
রাণীশংকৈল শুভ সংঘ শাখা কমিটির সভাপতি অধ্যক্ষ মহাদেব বসাকের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, পৌরমেয়র মোস্তফিজুর রহমান, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁওয়ের সভাপতি
তাপস দেবনাথ, জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সাবেক সভাপতি কুশমত আলীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরাসহ উপকার ভোগী নারীরা।
অনুষ্ঠানে কালের কন্ঠের সিনিয়র সহ সম্পাদক ও বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামানের নেতৃত্বে কেন্দ্রীয় অতিথিবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #