মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : সুযোগ-সুবিধার অভাব, নেই কোচিং কিংবা টিউশনির ব্যবস্থা ছিল কেবল চরের একটি স্কুল আর অদম্য মনোবল। নানা সীমাবদ্ধতা আর প্রতিকূলতার মধ্য দিয়েও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে।
তাদের মধ্যে দু’জন পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। পদে পদে বাধা থাকলেও থেমে থাকেনি তাদের চেষ্টা। নদীঘেরা দুর্গম চরে অবস্থিত স্কুলটিতে ছিল না আধুনিক ল্যাব, ছিল না পর্যাপ্ত শিক্ষক কিংবা ডিজিটাল ক্লাসরুম। তবুও শিক্ষক আর শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় এই ব্যতিক্রমী সাফল্য এসেছে। এই কৃতিত্বপূর্ণ অর্জনের স্বীকৃতিস্বরূপ গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ নিজ হাতে মেধাবী শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।
তিনি বলেন, “প্রতিকূলতাই যে অগ্রযাত্রার বড় অনুপ্রেরণা হতে পারে এদের সাফল্য তা প্রমাণ করেছে। প্রশাসনের পক্ষ থেকে এই শিক্ষার্থীদের পাশে থাকা হবে।” বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, “আমাদের বিদ্যালয়ের অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও শিক্ষার্থীদের মধ্যে ছিল প্রবল ইচ্ছাশক্তি।
এ সাফল্য তাদের নিরলস পরিশ্রমের ফসল।” চরের এই সাফল্য শুধু বিদ্যালয়ের জন্য নয়, গোটা অঞ্চলের জন্য এক অনন্য উদাহরণ। রাষ্ট্রীয় সহায়তা আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে, এইসব প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরাই একদিন দেশ গঠনের নেতৃত্বে আসবে এমনটাই প্রত্যাশা অভিভাবক ও সচেতন মহলের।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর