প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৬:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২২, ১১:৪৬ এ.এম
নাটোর লালপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

ছবি: মোহন
# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর......................................
নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ই জুন)লালপুর উপজেলা পরিষদের সভা কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)শামীমা সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)নাদিম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগ দেশকে বদলে দিয়েছ এসব উদ্যোগকে আরও শাণিত করতে হবে। বক্তারা আরও বলেন,পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি,পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নামে পরিচিত।
এ উদ্যোগগুলো প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ অর্জনসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং বাংলাদেশকে ইতোমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করেছে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, লালপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন সূধীজন উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।#
আরজা/০৬
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর